আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেখানে কোনো মানুষ একা নয়। ক্ষুধার্তের পাশে খাবার, রোগীর পাশে সেবা, বিপদে সাহস—এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আমাদের মানবতার যাত্রা। যতদিন একজন মানুষও সাহায্যপ্রার্থী থাকবে, ততদিন আমাদের কাজ শেষ নয়। মানবতার নামে আমরা আছি, থাকব